হ্যালো বন্ধুরা, কেমন অাছেন সবাই? অাশা করি ভালই অাছেন। যাইহোক অাজকে অামি অাপনাদের সাথে যেই বিষয়টি শেয়ার করবো তা হল, অামরা অনেকেই মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ সেটাপ দিয়েছি। এবং অাশাকরি নতুন এই ওএস এ সাধ পেয়ে গেছেন সবাই, কর্টানার প্রেমেও হয়তো পড়ে গেছেন অনেকে । কিন্তু হয়তো জানালা ১০ এর থীম ব্যাকগ্রাউন্ড কালার ঠিকই অাপনার চোখে ঝাঝিয়ে দিচ্ছে! বিশেষ করে রাতের বেলা তো অবশ্যই!!! নো টেনশন ! রাতের বেলা থীম কালার চেঞ্জ করে সহনীয় পর্যায়ে অানার জন্যেই অাজকের টিউন। তো চলুন অার দেরি না করে দেখে অাসি ভিডিওটি , কিভাবে খুব সহজেই পরিবর্তন করবেন জানালা ১০ এর থিম কালার। ভিডিও লিংক ডার্ক থীমটি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন অার লাইট থীমটি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন বাকি পদ্বতি ভিডিও দেখলেই বুঝতে পারবেন।