আমরা মারকাযুল কুরআনের সকল অ্যাপ থেকে এড সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি

' মারকাযুল কুরআন ঢাকা বাংলাদেশ' এর বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে তৈরি করা হচ্ছে কোরআন, হাদিস ও ইসলামিক গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহের অ্যান্ড্রয়েড অ্যাপ। এ পর্যন্ত ১৫ টিরও বেশি অ্যাপ গুগল প্লে স্টোরে প্রকাশিত হয়েছে। সবগুলো অ্যাপ ' মারকাযুল কুরআন ' নামক অ্যাপে একত্রে পাওয়া যাচ্ছে। অ্যাপ তৈরি ও উন্নয়নের খরচ নির্বাহের কোন সুব্যবস্থা না থাকায় প্রাথমিকভাবে অ্যাপগুলোতে বিজ্ঞাপন প্রদর্শনের সিদ্ধান্ত হয়েছিল। আপনি জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে, আমরা আমাদের সবগুলো অ্যাপ থেকে বিজ্ঞাপন সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। বিজ্ঞাপন প্রদর্শন খুবই বিরক্তিকর; অনেক ক্ষেত্রে আপত্তিকরও বটে। তাই অ্যাপ তৈরি ও তা দেখাশোনার কাজ চালিয়ে নেওয়ার জন্য আপনার সহযোগিতা কামনা করছি। দ্বীনি ইলমের প্রচার-প্রসারে আপনার এ দান সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। • আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের ধন-সম্পদ রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাদের জন্য রয়েছে আপন রবের কাছে তাদের প্রতিদান। তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। [-সূরা বাকারা ২৭৪] • আবূ হুরাইরা রা. থেকে বর্ণিত। রসূলুল্লাহ স...